ঈদের ছুটি শেষে পদ্মা সেতুতে বেড়েছে ঢাকামুখী যানবাহন

পদ্মা সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ। ছবি: স্টার

ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সে কারণে গতকাল শুক্রবার ও আজ শনিবার পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যান চলাচল অনেক বেড়েছে। তবে, যানের চাপ বাড়লেও যাত্রী ভোগান্তি তেমন নেই।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৩৮ হাজার ৭৮১টি যান পারাপার হয়। এর মধ্যে ২৪ হাজার ৯২২টি যান ছিল ঢাকামুখী। অন্যদিকে শনিবার দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ১৯ হাজার ৮৭০টি যান পারাপার হয়। এর মধ্যে ১২ হাজার ১৯১টি যান ছিল ঢাকামুখী।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, 'ঈদের ছুটি শেষ হওয়ার পর দুই দিন ধরে ঢাকামুখী যান অনেক বেড়েছে। জাজিরা প্রান্তে চাপ থাকায় টোল দেওয়ার সময় ৩০০ থেকে ৫০০ মিটার পর্যন্ত যানবাহনের সারি তৈরি হচ্ছে। মোট ১৫টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যাত্রীভোগান্তি তেমন নেই বললেই চলে। মাওয়া প্রান্তে মোটরসাইকেলের চাপ কম থাকায় সেখানে স্পেশাল বুথটি এখন বন্ধ রাখা হয়েছে।'

এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে যানবাহনের তেমন কোনো চাপ নেই। অন্যদিকে, ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়ের উভয় লেন দিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।

Comments

The Daily Star  | English

Govt move to hike port charges sparks concern

This will likely have a detrimental effect on the country's exports, alongside prices of imported products in domestic markets.

9h ago