র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় নগদের ডিস্ট্রিবিউটরের একজন প্রতিনিধির কাছ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পোশাক পরা একদল লোক ১ কোটি ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ আলী জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নগদ ডিস্ট্রিবিউটরের কর্মীরা ডিস্ট্রিবিউটরের বাসা থেকে মোটরসাইকেলে টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। এসময় একটি কালো মাইক্রোবাস তাদের থামিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।

এডিসি আহমেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগীরা জানিয়েছেন তারা ১ কোটি ৮ লাখ টাকা বহন করছিলেন। আমরা বিষয়টি তদন্ত করছি।'

কাছাকাছি একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুইজন লোক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, তখন উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে।

কয়েক সেকেন্ড পরে, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি একটি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তখন 'র‌্যাব' লেখা জ্যাকেট পরা কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করেন।

ঘটনার সময় অভিযুক্তদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

9h ago