বেনাপোল সীমান্তবর্তী গ্রামে দম্পতির মরদেহ উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স

বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম রঘুনাথপুরে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যার পর ফেলে রাখা হয়েছিল।

আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি মাঠ থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন রঘুনাথপুরের বাসিন্দা মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের মাঠে রেহেনার মরদেহ পাওয়া যায় এবং মনিরুজ্জামানকে বাড়ির কাছেই একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা ওই দম্পতিকে তাদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। রেহেনার মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

ওসি রাসেল মিয়া বলেন, 'হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

34m ago