গাত্তুসো হচ্ছেন ইতালির কোচ, জানালেন বুফন

ইতালি জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেনারো গাত্তুসো। এমনটাই জানিয়েছেন ইতালি দলের ম্যানেজার জিয়ানলুইজি বুফন। ২০০৬ বিশ্বকাপ জয়ে এই দুইজনই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

শেষ দুটি বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। এবারও বাছাই পর্বের শুরুতে নরওয়ের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। তাতে আরও একটি বিশ্বকাপ দর্শক দেখার শঙ্কা জাগে দলটির। নরওয়ের বিপক্ষে ৩-০ গোলের হারের পর লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করা হয়। যদিও তার অধীনেই ইতালি পরের ম্যাচে ২-০ গোলে মালডোভাকে হারায়।

সাবেক সতীর্থকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে আগের দিন আরএআই স্পোর্তকে বুফন বলেন, 'আমরা কাজ করে গেছি, এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ে অপেক্ষা চলছে। প্রেসিডেন্ট এবং ফেডারেশনের কিছু ব্যস্ত দিন গেছে, নানা পর্যায়ের আলোচনায়। আমার বিশ্বাস, সবকিছু মিলিয়ে আমরা সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি।'

যদিও প্রথম পছন্দ ছিলেন ক্লদিও রানিয়েরি। কিন্তু তিনি ইতোমধ্যেই রোমা ক্লাবের বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোচিং থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

তবে সম্ভাব্য কোচ হিসেবে স্টেফানো পিওলি, দানিয়েল দি রসি এবং ফাবিও ক্যানাভারোর নামও আলোচনায় ছিল। দ্রুতই পরিষ্কার হয়ে যায় যে গাত্তুসোই মূল পছন্দ।

এই বিষয়ে বুফনের সঙ্গে এবং পরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে একাধিক বৈঠক হয়, যেখানে চুক্তির খুঁটিনাটি নির্ধারণ করা হয়। বুফন আরও বলেন, 'আমরা আগে নিজেদের ভেতর থেকেই পরিবর্তনের চেষ্টা করছি। তবে সবচেয়ে জরুরি হলো, এমন পারফরম্যান্স এড়িয়ে চলা যা ইতালির মতো দলের জন্য অসম্মানজনক।'

'হারারও নানা ধরন আছে। আমার বিশ্বাস, কিছু ছোটখাটো সমন্বয় এনে আমরা সবচেয়ে বাজে ধরণের হার এড়াতে পারবো,' যোগ করেন বুফন।

ইতালির সামনে পরবর্তী চ্যালেঞ্জ হলো ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ। আগামী ৫ সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে খেলবে আজ্জুরিরা।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

38m ago