সারোয়ার তুষারের কাছে ‘নৈতিক স্খলনের’ অভিযোগের ব্যাখ্যা চাইল এনসিপি

সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারের ব্যাখ্যা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ মঙ্গলবার দুপুরে দলের যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা কারণ দর্শানো নোটিশে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সারোয়ার তুষারকে দেওয়া এ নোটিশে বলা হয়, আপনার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসিচব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন।

এ অবস্থায় নৈতিক স্খলনজনিত ওই অভিযোগের কারণে কেন সারোয়ার তুষারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ৫ দিনের মধ্যে 'রাজনৈতিক পর্ষদ' এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে নোটিশে।

উল্লেখ্য, এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে দলের এক নেত্রীর ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। সারোয়ার তুষার ও নারীনেত্রীকে যৌন হয়রানি করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ করছেন।

এর জবাবে সারোয়ার তুষার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লিখেছেন, আমি ভুলত্রুটির ঊর্ধে না। মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোনো অপরাধ করি নাই। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি আরও লিখেছেন, যা বলার আছে, তা আমি দলের কাছেই লিখিতভাবে বলব। সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি আমার আহবান থাকবে, আমার দলের কেন্দ্রীয় কোনো নারী বা দলের বাইরের অন্য কোনো নারীকে ঘিরে কুৎসা রটনা করবেন না। 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

20h ago