আরব লিগের বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাকচি। ফাইল ফটো/ এএফপি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য আরব লীগের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ শনিবার সকালে তিনি ইস্তাম্বুলে পৌঁছান বলে ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এই বৈঠকে প্রায় ৪০ জন কূটনীতিক যোগ দিচ্ছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, এই বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে। গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানে হামলা শুরু করে, তাদের দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালায়। এতে করে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের জন্ম হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার আরাকচি সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। একই দিনে তিনি বলেছিলেন, ইসরায়েলের 'আগ্রাসন বন্ধ হলে' তেহরান আবারও 'কূটনীতির বিষয়ে' বিবেচনা করতে পারে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আরব লিগের বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago