হরমুজ প্রণালী থেকে ফিরে গেল ৩ জাহাজ

হরমুজ প্রণালী।

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই নৌ-পথ পরিবর্তন করেছে তিন জাহাজ।

জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে আজ সোমবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী থেকে পথ পরিবর্তন করেছে।

হরমুজমুখী মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী মেরি-সি ও পানামার পতাকা বহনকারী রেড রুবি ট্যাঙ্কার দুটি হঠাৎ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে নোঙর করেছে।

যুক্তরাজ্যের পতাকাবাহী কোহজান মারু ট্যাঙ্কারটি ওমানের কাছাকাছি উপকূল থেকে মোড় নিয়েছে বলে ট্র্যাকিং ডেটায় দেখা গেছে।

পারস্য ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। এ কারণে ইরান এ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সঙ্কট তৈরি হবে।

সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, কুয়েত, কাতার ও ইরানের জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়।

ইরানের পার্লামেন্ট গতকাল হরমুজ বন্ধের প্রস্তাবে সমর্থন দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চীন যেন ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করতে না দেয়। তার মতে, এই প্রণালী বন্ধ করা হলে যুক্তরাষ্ট্রের তুলনায় অন্যান্য দেশের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে।

কেননা, চীন তার তেল আমদানির চার ভাগের তিন ভাগ আনে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। সেই হিসাবে যুক্তরাষ্ট্র আমদানি করে তিন শতাংশের কম।

Comments

The Daily Star  | English

Bangladesh’s new epidemic: Mob violence in the age of misinformation

When justice is hijacked by rage and rumour, it takes only minutes for a mob to become a murderer.

14h ago