নিয়ন্ত্রক নয়, বিশ্ববিদ্যালয়গুলোর সহায়ক কর্তৃপক্ষ হবে মন্ত্রণালয়: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, নিয়ন্ত্রক নয়, বিশ্ববিদ্যালয়গুলোর সহায়ক কর্তৃপক্ষ হবে মন্ত্রণালয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন মিলনায়তনে সোমবার রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও শিক্ষাক্রমের স্বাধীনতা নিশ্চিত করে তাদের একাডেমিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রমে গুরুত্ব দেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, শিক্ষাসহ অন্যান্য খাতে উদ্ভাবনী গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ব্যয় হলে দেশের উচ্চ শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, সেই রাজনীতি আমি বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যেও আনব না।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'কেউ যদি মনে করে আমি রাজনীতি করব, তাহলে শিক্ষকতা ছেড়ে আপনি রাজনীতির অঙ্গনে চলে যান। কারণ ভালো ও যোগ্য লোকের দরকার আছে। কিন্তু পঙ্কিল রাজনীতি আপনারা বিশ্ববিদ্যালয় চত্বরে
আনবেন না।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. তানজীম উদ্দিন খান, নোবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago