নোবিপ্রবির ভবন, হল, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নোবিপ্রবি রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬৪তম সভার ১৮ নম্বর আলোচ্যসূচির আলোকে নতুন নামকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের নাম হবে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, কেন্দ্রীয় লাইব্রেরির বঙ্গবন্ধু কর্নারের নাম হবে বাংলাদেশ কর্নার, দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের নাম হবে সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্প, মেডিকেল সেন্টারের নাম হবে শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম হবে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হল।
Comments