ইসরায়েলে বাজছে সাইরেন, হামলা বন্ধ হলে ইরানও থামতে রাজি

তেহরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার তাগিদ দিতে সাইরেন বাজছে ইসরায়েলে। নাগরিকদের বাংকার থেকে বের হয়ে আসার আহ্বান জানানোর কিছু সময় পরই আবারও এই সাইরেন বাজানো হয়েছে।

আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে। টাইমস অব ইসরায়েল উত্তর ইসরায়েলের পাশাপাশি দক্ষিণেও সাইরেন বাজানোর খবর দিয়েছে।

অপরদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে তেল আবিবে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েল মেহরান ও ডিস্ট্রিক্ট ৬-এর আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটে।

তারপরই ইরানও পাল্টা হামলা চালায়।

এ ছাড়া, আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে। তবে, বাগদাদভিত্তিক টিভি চ্যানেলটি এটা নিশ্চিত করতে পারেনি যে এই হামলা কে চালিয়েছে।

এই যুদ্ধে বিরতি টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন বলে প্রকাশ করেছে এপি। হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইরানের সঙ্গেও যোগাযোগ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি নেই। ইসরায়েল ভোর সাড়ে ৪টার (ইরানের স্থানীয় সময়) মধ্যে ইরানে হামলা বন্ধ করে, তাহলে ইরানও সামরিক প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, 'যেমনটা ইরান বারবার স্পষ্ট করে বলেছে—ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করেছে, ইরান ইসরায়েলের ওপর নয়।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago