চা-বিরতির ঠিক আগে ভাঙল লিটন-মুশফিকের জুটি

৭৪ রানে চার উইকেট হারানোর খানিক পর দ্বিতীয় সেশনে নামে বৃষ্টি। সেই বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধের পর প্রতিরোধ গড়েন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনেই জীবন পেয়ে এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত ছটফট করতে থাকা লিটন ইতি টেনেছেন তার ইনিংসের।

বুধবার কলম্বোরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১৪৩ রানে পঞ্চম উইকেট হারিয়েছে। ৫৬ বলে ৩৪ করে সোনাল দিনুশার প্রথম টেস্ট উইকেট পরিণত হন লিটন। এতে করে ভেঙে যায় পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটি। এই উইকেট খানিক পরই হয়েছে চা-বিরতি। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৪। ৩৪ রানে অপরাজিত আছেন মুশফিক, তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ। 

বৃষ্টি বিরতির পর মুশফিকও আউট হতে পারতেন। ৮ রানে ক্যাচ দিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার। তার সেই ক্যাচ ফেলে দেন লাহিরু উদারা।

৩৪ রানে আউট হওয়া লিটন ৩৩ রানেও একবার ক্যাচ দেন। পাগলাটে শট মারতে গিয়ে সোজা তোলা তার সহজ ক্যাচ বোলার প্রবাত জয়াসুরিয়া হাত লাগিয়েও ফেলে দেন।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে মন্থর শুরু পাওয়া বাংলাদেশ দল নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে।

Comments

The Daily Star  | English
Army chief urges leadership reform in Bangladesh

Bangladesh belongs to all: Army Chief at Janmashtami rally in Dhaka

General Waker-Uz-Zaman says armed forces will stand by citizens to preserve harmony

18m ago