সবাই রাজের কথা বললেন ‘ইনসাফ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে

শরীফুল রাজ
শরীফুল রাজ। ছবি: শরীফুল রাজের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেল 'ইনসাফ' সিনেমার বিশেষ প্রদর্শনী। নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটি বেশ আলোচিত হয়েছে ঈদে মুক্তির পর। গত রাতে বিশেষ প্রদর্শনী শেষে শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা করছিলেন অনেকেই। সেই তালিকায় ছিলেন অভিনয়শিল্পীরাও।  

অভিনেতা চঞ্চল চৌধুরী বিশেষ প্রদর্শনী শেষে বললেন, 'আসলে আজকে এসে আমি চমকে গেছি। ইনসাফ যারা দেখবে, তারাও চমকে যাবে-এটা বলাই যায়। ছবিটা অসাধারণ লেগেছে। সঞ্জয় খুব ভালো নির্মাণ করেছেন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে। পর্দায় ওকে দেখে ভয় লেগেছিল। যদি হঠাৎ এখন একটা কোপ দিয়ে বসে! হা হা হা। রাজের অভিনয় বাস্তবতাকে ছুঁয়ে গেছে।'

অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু বলেন, 'দর্শক ভিড় করে বাংলা সিনেমা দেখছেন, এটা আমরা যারা অভিনয় করি তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। তবে সিনেমার পাইরেসি হচ্ছে এটা খুব মন খারাপের সংবাদ। তবে ইনসাফ সিনেমায় রাজ খুব ভালো অভিনয় করেছে।'

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, 'আজকের 'ইনসাফ ছবিকে বিট করবে ইনসাফ ২। আরও বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী গল্প নিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। শরীফুল রাজ-ফারিণ দারুণ অভিনয় করেছেন 'ইনসাফ' সিনেমায়। শরীফুল রাজের কথা অনেকেই বলেছেন আমার কাছে। এটা খুবই ভালোলাগার সংবাদ। ইনসাফ ২ মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায়। রাজ-ফারিণ জুটির সঙ্গে এবার যুক্ত হবেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।'

'ইনসাফ' সিনেমায় শরীফুল রাজের বিপরীতে প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় আছেন তাসনিয়া ফারিণ।  গানে, সংলাপে, অ্যাকশনে সবখানেই রাজ- ফারিণ প্রশংসা পেয়েছেন।

গতকাল রাতে 'ইনসাফ' সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চঞ্চল চৌধুরী,শরীফুল রাজ,  শাহীন সুমন,  ফজলুর রহমান বাবু, প্রযোজক খোরশেদ আলম খসরু  জাহিদ হাসান অভি প্রমুখ।

Comments

The Daily Star  | English

Bangladeshi graft suspects: Rush on to offload UK assets

At least two high-value UK properties were sold in the past year -- one linked to Sayem Sobhan Anvir and one to Anisuzzaman Chowdhury Ronny.

12h ago