পুত্র রাজ্যের জন্য এক হলেন রাজ-পরী

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান।’
ছবি: সংগৃহীত

পুত্র রাজ্যের কথা ভেবে, বিবাদ ভুলে এক হলেন অভিনয় শিল্পী পরীমনি ও শরীফুল রাজ। গতকাল শনিবার ১০ মাস পূর্ণ করে ১১ মাসে পা রাখলো তাদের সন্তান। সেই আনন্দের মহূর্তটি পুত্রের সঙ্গে কাটালেন রাজ-পরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরীমণি লিখেছেন, 'আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান।'
 
ভিডিওতে দেখা যায়, পুত্র রাজ্যকে নিয়ে কেক কাটছেন রাজ-পরী। তাদের সঙ্গে ছিলেন পরীমণির নানা।

২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুত্র রাজ্যর।

বিষয়টি নিয়ে রাজ-পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে একাধিক সূত্র বলেছে, তারা সন্তানের জন্য আবার এক হয়েছেন। 

 

Comments