বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার পূর্ণ শক্তির ওয়ানডে দলে এক নতুন মুখ

ছবি: এএফপি

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি সেখানে নতুন মুখ রয়েছে একটি। ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার মিলন রত্নায়েকে।

শুক্রবার ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে বহাল আছেন চারিত আসালাঙ্কা। ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ও উইকেটরক্ষক-ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। মাদুশঙ্কা সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজেই শেষবার এই সংস্করণে দেখা গেছে সামারাবিক্রমাকে।

আসন্ন ওয়ানডে সিরিজে মিলনের খেলা অবশ্য নির্ভর করছে ফিটনেসের ওপর। পেশির চোটে ভুগছেন তিনি। সেকারণে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে চলমান দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টিতে খেলতে পারছেন না। গলে প্রথম টেস্টে তার পারফরম্যান্স ছিল ভালো। বল হাতে দুই ইনিংস মিলিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে একমাত্র ইনিংসে নেমে করেন ৩৯ রান।

দলে থাকা নিয়মিতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পাতুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। সেই দল থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ।

আগামী ২ জুলাই শুরু বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৫ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয়টি। ৮ জুলাই তৃতীয় ওয়ানডে হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ দিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কায় টাইগারদের পূর্ণাঙ্গ সফর শুরুর আগে গত ১২ জুন নাটকীয়ভাবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:

চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলন রত্নায়েকে (ফিটনেস সাপেক্ষে), দিলশান মাদুশঙ্কা, আসিতা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

Twenty-one years have passed since the gruesome grenade attack was carried out on an Awami League rally on Bangabandhu Avenue in Dhaka, leaving at least 24 people killed and 300 injured.

10h ago