পরিসংখ্যানে শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডে লড়াই

Charith Asalanka and Mehidy Hasan Miraz

১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় আছে ১২টি, তবে সবগুলোই শ্রীলঙ্কার বাইরে।

  • প্রায় ১০ বছর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অধিনায়ক ছিলেন চারিথা আসালাঙ্কা ও মেহেদী হাসান মিরাজ। সেই সময় মুখোমুখিও হয়েছিলেন তারা।  সময়ের স্রোতে তারা এখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে একে অন্যে মুখোমুখি হচ্ছেন।
  • বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজই জিততে পারেনি। শ্রীলঙ্কার মাঠে ৬টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা ৪ বার সিরিজে জিতেছে, ২টিতে ১-১ ড্র হয়েছে।
  • দুইলের মধ্যে মোট ৫৭টি ওয়ানডে হয়েছে। যাতে শ্রীলঙ্কা ৪৩ বার জিতেছে,  বাংলাদেশ ১২ বার জয় পেয়েছে, এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৯ সাল থেকে অবশ্যই দুই দলের রেকর্ড সমান – ৫-৫ ।
  •  শ্রীলঙ্কার মাটিতে ২৪টি ওয়ানডে খেলে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ২।  ২০টি ম্যাচে পরাজিত হয়েছে এবং ২টি খেলা পরিত্যক্ত হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানের ১০ ম্যাচে আজ পর্যন্ত জয় নেই ।
  • ২০০৫ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশের 'বিগ ফাইভ' (মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ) ছাড়া ওয়ানডে দলে খেলেছিল। ৩৩১ ওয়ানডে পরে এই পাঁচজনের সবাইকে ছাড়া আবার নামবে লাল সবুজ বাহিনী।
  • নাজমুল হোসেন শান্ত – শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি ওয়ানডেতে সর্বমোট ৩৪২ রান সংগ্রহ করেছেন, গড় ৮৫.৫০, যার মধ্যে দুটি শতরান ও একটি ফিফটি অন্তর্ভুক্ত ।
  • মোস্তাফিজুর রহমান 'বাংলাদেশ-শ্রীলঙ্কা' ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট—২৩টি—শিকার করেছেন, যা তার নিউজিল্যান্ডের বিপক্ষেও সমপরিমাণ উইকেট নেওয়ার রেকর্ডের সমান।
  • ওয়ানডেতে ১ হাজার রান থেকে আর ১৬ রান দূরে তাওহিদ হৃদয়। তার আগে বাংলাদেশের আরও ২৪ জন ওয়ানডেতে কমপক্ষে ১ হাজার রান করেছেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার খেলা শুরু বিকেল ৩টায়। 

Comments

The Daily Star  | English

Sada Pathor Looting: Admin officials, law enforcers involved

Some government officials  including members of law enforcement agencies were involved in the rampant looting of stones from Bholaganj’s Sada Pathor area, found a probe committee of the Sylhet district administration.

3h ago