ইরানে যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে জানাজার নামাজ পড়ছেন। ছবি: রয়টার্স

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত প্রায় ৬০ জনের জন্য রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু করেছে ইরান। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিহত ৬০ জনের মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, 'শহীদদের সম্মান জানাতে শেষকৃত্যানুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।'

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষ কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছেন এবং নিহত সামরিক কমান্ডারদের ছবি ধরে রেখেছেন।

ছবি: এএফপি

'ঐতিহাসিক' রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান

এএফপি বলছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টায় এই শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়।

আজ সকালেই 'জায়নিস্ট শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধে শহীদদের' প্রথম ছবি সম্প্রচার করে ইরানি সংবাদমাধ্যম।

ছবি: এএফপি

টেলিভিশন ফুটেজে দেখা যায়, যেখানে শেষকৃত্যানুষ্ঠানটি হচ্ছে, সেই ইনকিলাব স্কয়ারে নিহতদের কফিনগুলো পতাকা মুড়িয়ে রাখা হয়েছে এবং আশপাশে নিহত কমান্ডারদের ছবি টানানো হয়েছে।

পরবর্তীতে কফিনগুলো শহরের মধ্য দিয়ে একটি শোকযাত্রার মাধ্যমে ১১ কিলোমিটার দূরের আজাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে।

ছবি: এএফপি

তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি এটিকে 'ইসলামী ইরান এবং বিপ্লবের জন্য একটি ঐতিহাসিক দিন' বলে আখ্যায়িত করেছেন।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago