উত্তরায় মব সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টা, আটক ৯

রাজধানীর উত্তরায় একটি হোটেল জোরপূর্বক দখলের চেষ্টার সময় নয়জনকে আটক করেছে র‍্যাব-১। গতকাল শনিবার বিকেলে উত্তরা ৬ নম্বর সেক্টরে এই ঘটনাটি ঘটে।

আটক হয়েছেন সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন শাওন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন আশিক (২৭), সাইফুল ইসলাম সাগর (২৭), জালাল খাঁন (৩০) এবং আমির (২১)।

র‍্যাব-১ এর মেজর আহনাছ দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল বিকেলে হোটেল 'মিলিনা'য় মব তৈরির ঘটনাটি ঘটে। শফিক মোল্লা নামে একজনের নেতৃত্বে প্রায় ২৪ জনের একটি দল ১০টি মোটরসাইকেলে করে হোটেলটি জোরপূর্বক দখল করতে আসে। তাদের উদ্দেশ্য ছিল হোটেল মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পুরোনো ব্যবসায়িক বিরোধের জের ধরে হোটেলটি দখল করা।

তিনি জানান, ঘটনার সময় র‍্যাব-১ এর গোয়েন্দা সদস্যরা দূর থেকে ছবি তুলছিলেন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে এবং ছবি তুলতে বাধা দেয়। এরপর র‍্যাব-১ এর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে উত্তরা পূর্ব থানা পুলিশের টহল দলও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেজর আহনাছ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Tap into opportunities in ‘New Bangladesh’: CA Yunus urges Malaysian businesses

Bangladesh is trying to become business-friendly in every possible way, he says

36m ago