হামাসের সঙ্গে চুক্তিতে কাজ করছেন নেতানিয়াহু: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাজ করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, 'নেতানিয়াহু হামাসের সঙ্গে একটি চুক্তি করার প্রক্রিয়ায় আছেন, যার মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।'

পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে 'রাজনৈতিক প্রতিহিংসা' আখ্যা দিয়ে ট্রাম্প লেখেন এই মামলা ইরান ও হামাসের সঙ্গে আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে।'

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, 'আমি যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বাস করি, আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে।'

তবে তিনি যুদ্ধবিরতি নিয়ে কার সঙ্গে কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

ট্রাম্পের এই চুক্তির পূর্বাভাস এমন এক সময়ে এলো, যখন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার ঘটনা ক্রমশ বাড়ছে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ছে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি করেছে, গাজা শহরে হামলা চালিয়ে হামাসের শীর্ষস্থানীয় নেতা হাখাম মোহাম্মদ ইসা আল-ইসাকে হত্যা করা হয়েছে।

যুদ্ধবিরতি বিষয়ে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করা এবং দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারই হবে যুদ্ধবিরতির শর্ত।

এদিকে, গাজা কর্তৃপক্ষের বরাত দিয়ে ইসরায়েলের প্রভাবশালী হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনা কমান্ডাররা ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন।

যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমারের আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে গাজা, ইরান ও নেতানিয়াহুর সম্ভাব্য হোয়াইট হাউস সফর নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Major Israeli rights groups brand Gaza campaign 'genocide'

Israeli pressure groups B'Tselem and Physicians for Human Rights warned in a joint statement on Monday

22m ago