এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

এনবিআর, জাতীয় রাজস্ব রোর্ড, ঈদুল আজহা,

ব্যবসা-বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ রোববার রাতে ঢাকায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল শনিবার থেকে সারাদেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।

এতে গতকাল ও আজ শাটডাউনের কারণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রপ্তানি বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করেন।

সংস্কার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ অন্যান্য যৌক্তিক দাবিতে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

একইসঙ্গে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন, যেন উদ্ভূত সমস্যার সমাধান হয় এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয়।

পরে আজ দুপুরে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার রাজস্ব কার্যক্রম বন্ধ রেখে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের 'আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড' থেকে সরে আসার আহ্বান জানায়।

বিবৃতিতে অনতিবিলম্বে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।

এরপর এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার।

 

Comments

The Daily Star  | English

Debapriya slams govt for signing NDA with US

'The tariff move aims to cut imports, boost domestic investment, and create jobs. But Trump's assumption is unscientific and unsustainable'

1h ago