জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দলীয় অনুষ্ঠানে ভাষণ দেবেন খালেদা জিয়া

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

'গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

দলীয় নেতারা জানিয়েছেন, গত বছরের আন্দোলনকে স্মরণ করতে এই আয়োজন। অনুষ্ঠানে শহীদদের পরিবারকে সম্মান জানানো হবে এবং বিএনপি তাদের সমর্থকদের ঐক্য ও অব্যাহত সংগ্রামের বার্তা দেবে।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে এই আয়োজনে শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরবেন।

এর আগে, গত ২৬ জুন গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে—আলোচনা সভা, সমাবেশ, রক্তদান কর্মসূচি, গ্রাফিতি শিল্প, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু ও কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago