এক ডাবল সেঞ্চুরিতে গিলের অনেক কীর্তি

ছবি: এএফপি

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে এই অর্জনের উদযাপনে মাতেন তিনি। ভারতের অধিনায়ক আউট হওয়ার আগে খেলেন ৩৮৭ বলে ২৬৯ রানের স্মরণীয় ইনিংস। প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে থেকে মারেন ৩০ চার ও ৩ ছক্কা।

গিলের রেকর্ডময় সেঞ্চুরিতে বৃহস্পতিবার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড় গড়েছে ভারত। প্রথম ইনিংসে তারা স্কোরবোর্ডে জমা করেছে ৫৮৭ রান। জবাব দিতে নেমে দ্রুত টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে চাপে পড়েছে ইংল্যান্ড। তারা দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৭৭ রান তুলে।

ভারতের টেস্ট দলের নেতৃত্ব পেয়েই গিল হয়ে উঠেছেন অতিমানবীয়। হেডিংলিতে আগের টেস্টে ১৪৭ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। এবার সেটা ছাপিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অনেকগুলো কীর্তি গড়েছেন তিনি।

* গিলের ২৬৯ রানের ইনিংসটি টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে কোনো ব্যাটারের সর্বোচ্চ। আগের কীর্তি ছিল বিরাট কোহলির দখলে। তিনি ২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন অপরাজিত ২৫৪ রান।

* এই সংস্করণে এশিয়া মহাদেশের বাইরে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়ে গেছেন গিল। এতদিন চূড়ায় থাকা শচীন টেন্ডুলকার ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন ২৪১ রানে।

* বিদেশের মাটিতে অনুষ্ঠিত টেস্টে ভারতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন গিল। তার উপরে থাকা দুজন হলেন বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়। শেবাগ ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ৩০৯ রান করেছিলেন। একই সফরে রাওয়ালপিন্ডিতে দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছিল ২৭০ রান।

* সাদা পোশাকে ইংলিশদের মাটিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটার গিল। এর আগে সুনীল গাভাস্কার ১৯৭৯ সালে ২২১ এবং ২০০২ সালে রাহুল দ্রাবিড় ২১৭ রানের ইনিংস খেলেছিলেন। দুজনই দ্বিশতক পেয়েছিলেন ওভালে।

* টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম দুটি ম্যাচেই শতরান পাওয়া মাত্র সপ্তম খেলোয়াড় গিল। এই কীর্তি গড়া আগের ছয়জনের মধ্যে ভারতের ছিলেন তিনজন— বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি। বাকিরা হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাকি ম্যাকগ্ল, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

* গিলকে নিয়ে ওয়ানডে ও টেস্ট উভয় সংস্করণেই ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের সংখ্যা বেড়ে হলো পাঁচ। তিনিসহ চারজনই ভারতের— শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা। অন্যজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

2h ago