দ্রাবিড়-ক্যালিস-পন্টিংকে ছাড়িয়ে রুট, সামনে শুধু টেন্ডুলকার

ছবি: এএফপি

ভারতের পেসার অংশুল কম্বোজ বল করলেন অফ স্টাম্পের বাইরে। তা থার্ড ম্যানের দিকে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য দৌড় দিলেন জো রুট। ওল্ড ট্র্যাফোর্ডে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা সমস্বরে বলে উঠলেন, 'রু...ট'!

সিঙ্গেল পূর্ণ হওয়ার পর করতালির জোয়ারে ভেসে যায় গোটা স্টেডিয়াম। কারণ? ইংল্যান্ডের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।

শুক্রবার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনে নতুন উচ্চতায় পা রেখেছেন রুট। একে একে তিনি পেরিয়ে গেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার।

ছবি: এএফপি

দ্বিতীয় দিনের অপরাজিত ১১ রান নিয়ে খেলতে নেমেছেন ৩৪ বছর বয়সী রুট। সাবলীল ব্যাটিংয়ে ইতোমধ্যে তুলে নিয়েছেন সাদা পোশাকে ৩৮তম সেঞ্চুরি। চা বিরতি পর্যন্ত তার সংগ্রহ ১২১ রান। ২০১ বল মোকাবিলায় তিনি মেরেছেন ১৩টি চার।

এই টেস্টের আগে রুটের রান ছিল ১৩২৫৯। ভারতের দ্রাবিড়ের (১৩২৮৮ রান) চেয়ে ২৯ ও দক্ষিণ আফ্রিকার ক্যালিসের (১৩২৮৯) চেয়ে ৩০ রান পিছিয়ে ছিলেন তিনি। এদিনের প্রথম সেশনেই তাদেরকে ছাড়িয়ে যান।

অস্ট্রেলিয়ার পন্টিংয়ের (১৩৩৭৮) থেকে রুটের দূরত্ব ছিল ১১৯ রানের। দ্বিতীয় সেশনে ১৭৮ বলে সেঞ্চুরি স্পর্শের পর তাকেও পেছনে ফেলেছেন রুট। শীর্ষে থাকা ভারতের কিংবদন্তি টেন্ডুলকারের রান ১৫৯২১।

সেঞ্চুরি ছোঁয়ার পথে আরও কিছু অর্জনের মালিকও হয়েছেন রুট। টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার তালিকাতেও পন্টিংকে টপকে দুইয়ে উঠে গেছেন তিনি। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ১০৪টি, পন্টিংয়ের ১০৩টি। এখানেও যথারীতি চূড়ায় টেন্ডুলকার (১১৯টি)।

এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের তালিকায় শ্রীলঙ্কার সাঙ্গাকারার সঙ্গে বর্তমানে যৌথভাবে চার নম্বরে রুট। তার সামনে আছেন পন্টিং (৪১টি), ক্যালিস (৪৫টি) ও টেন্ডুলকার (৫১টি)।

রুটের সঙ্গে ইংলিশ অধিনায়ক স্টোকস ক্রিজে আছেন ৬৮ বলে ৩৪ বলে। ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নামা স্বাগতিকদের রান দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ৪৩৩। তারা এগিয়ে আছে ৭৫ রানে।

Comments

The Daily Star  | English

Cashless society still a distant dream

Bangladesh’s goal of a cashless future is colliding with failed projects, user mistrust, and an economy that thrives on cash

14h ago