সঞ্চয়পত্রের সুদহার বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না, মনে করেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: মাসুক হৃদয়/স্টার

সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, তখন কেউ আর ব্যাংকে টাকা রাখবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'ব্যাংকগুলোতে লিকুইডিটির একটা ব্যাপার আছে। আমাদের ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র কিনলে ব্যাংক কোথায় টাকা পাবে?'

আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যাংকিংখাতকে স্থিতিশীল করা যাবে কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, 'দেশের টাকা-পয়সা নিয়ে অনেকেই বিদেশে চলে গেছে। এরকম ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেনি। ব্যাংকখাতে কিছু সংস্কার সময়সাপেক্ষ, এটা আমরা করতে পারব না। এটা নির্বাচিত সরকার এসে করবে।'

সালেহউদ্দিন আহমেদ জানান, 'আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। এর আগে আরও ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এগুলো স্থায়ী সমাধান নয়। আমরা চেষ্টা করছি মাত্র।'

ব্যাংকগুলোর পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এখন একটা বড় উদাহরণ—প্রাইভেট সেক্টরের এই ব্যাংকে আস্থা ফিরে এসেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও সরকার উদ্যোগ নিয়েছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটা আইন হয়েছে, ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট। এই আইনের প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। হয়তো সময় লাগবে, তবে কারো টাকা মার যাবে না।'

পরে দুপুরে তিনি নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর নিজ গ্রামের বাড়ি দড়িশ্রীরামপুরে যান এবং সেখানে কিছু সময় কাটান।

সফরে তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগরের ইউএনও রাজীব চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

3h ago