অবশেষে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

শুরুতে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার কথা ছিলো সাকিব আল হাসানের। তবে চলমান পরিস্থিতির বাস্তবতায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা হয়নি তার। কিন্তু ঠিকই গ্লোবাল টি-টোয়েন্টি আসরের দ্বার খুলে গেল দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারের।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি আসরের দল দুবাই ক্যাপিটালসে ডাক পেয়েছেন তিনি। গ্লোবাল টি-টোয়েন্টি আসরে সাকিব দলটির হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকান স্পিনিং অলরাউন্ডার কেশব মহারাজের বিকল্প হিসেবে।

দুবাই ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়ে বলেছে, কিংবদন্তি অলরাউন্ডার আমাদের গ্লোবাল টি-টোয়েন্টির (জিএসএল) ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন। তিনি কেশব মহারাজের বদলে খেলবে। স্বাগতম সাকিব।'

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামী ১০ জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেন্টার ডিস্ট্রিকসের মুখোমুখি হবে দুবাই। আসরে অংশ নেওয়া বাংলাদেশের রংপুরর রাইডার্সের বিপক্ষে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সাকিবের দুবাই।

দুবাই ক্যাপিটালসের মালিকানার অংশীদার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। সেদিক বিবেচনায় বেশ পেশাদার একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন সাকিব।

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

44m ago