সারের হয়ে আবার দেখা যাবে সাকিবকে?

সারের হয়ে গত বছর কাউন্টিতে একটি ম্যাচ খেলতে গিয়েই যত বিপত্তিতে পড়েন সাকিব আল হাসান। সেই ম্যাচে দুই ইনিংসে ৬০ ওভারের বেশি বল করে ৯ উইকেট পেলেও পরে ওই ম্যাচের দুই আম্পায়াররা তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন। দুইবার পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়ে বোলিং তিনমাস নিষিদ্ধ থাকে সাকিবের, তৃতীয় দফায় অবশেষে সন্দেহজনক অ্যাকশন থেকে মুক্তি মিলেছে তার। আবার আলোচনায় আছে সারের হয়ে খেলার। সেই সম্ভাবনা ঠিক কতটা তা নিয়ে কথা বলেছেন ইংলিশ এই কাউন্টি দলের প্রধান কোচ গ্যারেথ ব্যাটি।
সারে কাউন্টি দলের প্রধান কোচ গ্যারেথ ব্যাটি বলেছেন, এই বছর সাকিব আল হাসানকে দলে খেলানোর কোনো পরিকল্পনা তাদের ছিল না, তবে তিনি এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না।
সূত্রের খবর গত ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডে যান সাকিব। লন্ডনের ওভাল মাঠের পাশে একটি হোটেলে থেকে সারের অনুশীলন সুবিধা পান তিনি। বাংলাদেশের শীর্ষ তারকা ক্রিকেটার দুই সপ্তাহ ধরে সারেতে মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেম এবং সারে কোচ ব্যাটির সঙ্গে বোলিং অ্যাকশন সংশোধন করার জন্য কাজ করছিলেন। কোচদের সঙ্গে কাজ করার সময় সাকিব সারের সুযোগ-সুবিধা ব্যবহার করায়, এমন ধারণা তৈরি হয়েছিল যে সাকিব হয়তো এই মৌসুমে সারের হয়ে আবার খেলতে পারেন।
গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর সমারসেটের বিপক্ষে কাউন্টি ম্যাচে বাংলাদেশের এই সেরা অলরাউন্ডার নয়টি উইকেট নিয়েছিলেন এবং সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। বৃহস্পতিবার সাকিবের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনি আন্তর্জাতিক ও অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্যাটি বলেন, 'সাকিবের কাছ থেকে আমার কাছে একটি ফোন কল এসেছিল। তিনি তার অ্যাকশন সংশোধন করার জন্য কিছু কাজ করতে চেয়েছিলেন। যখন তিনি আমাদের হয়ে খেলছিলেন, তখন তার অ্যাকশন যথাযথ ছিল না বলে চিহ্নিত করা হয়েছিল। তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ ছিল না, আমি তাকে সাহায্য করতে যাচ্ছিলাম।'
ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কুরেশি সাকিবের সারের হয়ে আবার খেলার সম্ভাবনা প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি তা উড়িয়ে দেননি, 'বিষয়টি খুবই সহজ, তিনি এখানে কিছু কাজ করতে এসেছিলেন। তিনি এখন বৈধ ঘোষণা হয়েছেন, এটাই আমাদের যেকোনো খেলোয়াড়ের প্রতি কর্তব্য। সাকিব একজন অত্যন্ত বিখ্যাত খেলোয়াড়...যুক্তিযুক্তভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার, সেটি অপ্রাসঙ্গিক। তিনি একজন মানুষ যিনি আমাদের হয়ে খেলছিলেন এবং তাকে দেখাশোনা করা আমাদের কর্তব্য ছিল। ভালো যে তার বোলিং অ্যাকশন বৈধ হয়েছে।'
'আমার মনে হয় না এই মুহূর্তে সারের হয়ে খেলার কোনো পরিকল্পনা আমাদের আছে। আবার সব সম্ভাবনা বাতিল হয়ে গেছে বলাটা ভুল হবে, কারণ আমরা জানি না কী পরিস্থিতি তৈরি হবে সামনে। এটি (সারেতে অনুশীলন) ছিল কেবল দুজন মানুষের অন্য একজনকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা।'
Comments