বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খেল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের সবচেয়ে কার্যকর লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করার সময় ডান পায়ে চোট পান হাসারাঙ্গা। এই সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ এক স্পেল উপহার দিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন হাসারাঙ্গা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখন কলম্বোয় ফিরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তার জায়গায় কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বর্তমান স্কোয়াডের ওপরই ভরসা রাখছে তারা।

নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক হাসারাঙ্গা না থাকায় এবার দলকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। তার নেতৃত্বেই ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। বদলে যাওয়া এই দলটি গতবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা স্কোয়াড থেকে বেশ ভিন্ন।

১৬ সদস্যের এই শ্রীলঙ্কান দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও দাসুন শানাকার মতো অভিজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গড়ে তুলছেন তরুণ মতি পাথিরানা ও দুনিথ ওয়েল্লালাগে।

আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ, কারণ সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মতি পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

58m ago