১৩ মাস পর ফিরে জায়গা ধরে রাখাই সাইফুদ্দিনের আসল চ্যালেঞ্জ

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলে এক সময় নিয়মিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। একাধিক চোটের পাশাপাশি পারফরম্যান্সে ভাটা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে চলে যান তিনি। বিপিএলে আলো ছড়িয়ে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরে করেন হতাশ। আবার হারান জায়গা। শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার সুযোগ পাওয়া এই পেস অলরাউন্ডার এবার মূল ফোকাস দিচ্ছেন জায়গা ধরে রাখার দিকে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক বছরের বেশি সময় পর ফেরানো হয় সাইফুদ্দিনকে। মূলত চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পে নির্বাচকদের নজর কাড়েন তিনি।
সোমবার নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসানের সঙ্গে শ্রীলঙ্কার ফ্লাইট ধরেছেন এই পেসার। সেখানে থাকা দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন কেবল টি-টোয়োন্টি স্কোয়াডে থাকা এই তিন ক্রিকেটার।
যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে সাইফুদ্দিন জানান তার প্রত্যয়ের কথা, 'প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিলো, আপনারা জানেন ১৩ মাস পর আবার জাতীয় দলের লাল সবুজ জার্সিতে নামার সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, জায়গা ধরে রাখার লক্ষ্যই থাকবে।'
এই সিরিজের দল নির্বাচন করতে কিছু অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়। সেসব ম্যাচে আলো ছড়ান সাইফুদ্দিন। এসব দেখেই তাকে আবার দলে ফেরান নির্বাচকরা, 'কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে ও চট্টগ্রামে। চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। প্রত্যেকটা সুযোগ প্রত্যেকটা খেলোয়াড়ের কাজে আসে। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে সেরাটা দেয়ার চেষ্টা ছিলো। কতটা হয়েছে জানি না। প্রধান নির্বাচক আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন।'
সাইফুদ্দিন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে পরিচিত ছিলেন স্লগ ওভারে বল করার জন্য। ইয়র্কার, গতি বৈচিত্র্য এনে রান আটকে রাখার কাজ করতেন তিনি। বিপিএলে এমন ভূমিকায় তাকে সফল হতে দেখা গেছে।
এবার নতুন কিছু থাকছে কিনা তা খোলাসা না করলেও আগের অস্ত্রগুলোতে আরও শান দিয়েছেন তিনি, '(নতুনত্ব কী এসেছে বোলিংয়ে) সেটা বলতে পারব। শ্রীলঙ্কায় যদি সুযোগ পাই দেখবেন।'
'এজ ইজ্যুয়াল আমার আগের যেগুলো ছিলো স্যুইং, গতি বৈচিত্র্য, ইয়র্কার, লাইন-লেন্থ- এসব নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল (ইসলাম) ভাই ছিলো, উনার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করেছি।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই পাল্লেকেলেতে। ১৩ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং ১৬ কলম্বোয় হবে শেষ ম্যাচ।
Comments