দোন্নারুমাকে দোষ দিচ্ছেন না মুসিয়ালা

মারাত্মক এক দুঃস্মৃতির চার দিন পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন জামাল মুসিয়ালা। যেখানে জিয়ানলুইজি দোন্নারুমার ক্ষমা প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই কঠিন সময়ে পাওয়া সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দোন্নারুমার সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পাওয়ার পর মাঠ থেকে কান্না ভেজা চোখে বেরিয়ে যেতে হয়েছিল তরুণ এই জার্মান তারকাকে।

ভিডিও বার্তায় মুসিয়ালা বলেন, 'গত কয়েক দিনে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তাতে আমি ভীষণ কৃতজ্ঞ। ফুটবল বিশ্বকে এই দুঃসময়ে আমার পাশে একত্রে দেখে মনটা ভালো লেগেছে। অপারেশন সফলভাবে শেষ হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই। এ রকম পরিস্থিতি হতেই পারে।'

আশাবাদী সুরে মুসিয়ালা আরও যোগ করেন, 'আমি ইতিবাচক মানসিকতা ধরে রাখার চেষ্টা করব। আবার মাঠে ফেরার অপেক্ষায় আছি। সবাইকে আবার মাঠে দেখা যাবে, এই ভাবনাটাই আমাকে এগিয়ে রাখছে।'

গত রবিবার বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানায়, মুসিয়ালার বাম পায়ের ফিবুলায় চিড় ধরেছে, পাশাপাশি সংঘর্ষের ফলে গোড়ালি স্থানচ্যুত হয়েছে। সফল অস্ত্রোপচারের পর জানানো হয়, তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে চার থেকে পাঁচ মাস।

মুসিয়ালার চোটের পর পিএসজি গোলরক্ষক দোন্নারুমার বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তবে এই সংঘর্ষ নিয়ে ভীষণ দুঃখপ্রকাশ করেছেন ইতালিয়ান তারকা। লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গোলরক্ষক বলেন, 'ঘটনাটা আমাকে প্রচণ্ড আঘাত করেছে। এটা কখনোই আমার ইচ্ছা ছিল না মুসিয়ালাকে আঘাত করার। আমি গভীরভাবে দুঃখিত।'

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago