মিটফোর্ড হাসপাতালের সামনে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর বাবুবাজার সংলগ্ন মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা সোহাগ (৩৫) মিটফোর্ড এলাকায় পুরোনো মালামাল (ভাঙ্গারি) ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিটফোর্ড এলাকায় ব্যবসা করা নিয়ে সোহাগের সঙ্গে প্রতিপক্ষ একটি গ্রুপের বিরোধ চলছিল। ওই বিরোধ থেকেই আজ দুপুরে প্রতিপক্ষের ৮-১০ জন সোহাগের ওপর হামলা চালায়।
তারা সোহাগকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments