বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বিসিবির উন্মুক্ত আলোচনায় তামিম-মুশফিকরা

ছবি: বিসিবি

'বিপিএল প্লেয়ার্স মাইক' শিরোনামে একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে অংশ নেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমসহ দেশের অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার। তারা বিপিএলের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা ও গঠনমূলক মতবিনিময় করেন।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল অনুষ্ঠিত হচ্ছে ২০১২ সাল থেকে। এখন পর্যন্ত ১১টি আসর মাঠে গড়ালেও ক্রমেই জৌলুশ হারাচ্ছে টুর্নামেন্টটি।

শুরুতে যে বিপুল উন্মাদনা ও সম্ভাবনা দেখা গিয়েছিল, সময়ের পরিক্রমায় সেটা মেলে ধরতে পারেনি বিপিএল। বরং নানা ধরনের অব্যবস্থাপনা ও মানের ঘাটতি নিয়ে বিসিবিকে সমালোচনা শুনতে হয় নিয়মিতই। সবশেষ আসরে খেলোয়াড়দের ঠিকমতো পারশ্রমিক না পাওয়া থেকে ফিক্সিংয়ের অভিযোগ পর্যন্ত উঠেছিল।

এমন বাস্তবতায় সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজনে ক্রিকেটাররা বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাব্য উন্নয়ন এবং টুর্নামেন্টটিকে আরও পেশাদার ও বৈশ্বিক করে তুলতে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

আলোচনায় সশরীরে অংশ নেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসান। ভিডিও কলে যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুবুল আনাম, বিপিএল সেক্রেটারি নাজমুল আবেদিন ফাহিম এবং বোর্ড পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগ বিপিএলকে আরও অন্তর্ভুক্তিমূলক ও খেলোয়াড়-কেন্দ্রিক কাঠামোয় গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে সিদ্ধান্ত গ্রহণে খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Comments

The Daily Star  | English

14 arrested over attacks, clashes in Gopalganj

At least 14 people have been arrested so far in connection with yesterday’s attack on NCP rally and subsequent clashes with law enforcers

31m ago