সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিসেফের চুক্তি

শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গুণগত শিক্ষা বিস্তারে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ইউনিসেফের পক্ষে সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক অ্যাডরিয়ান ডুমুন।

উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিনসহ অনেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বেকারত্ব দূর করতে সিলেবাসের আধুনিকায়ন বিশেষ প্রয়োজন। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার ও অন্যান্য শিক্ষা ক্ষেত্রে ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করবে।

প্রস্তাবিত অংশীদারত্ব কর্মপরিকল্পনা অনুযায়ী, ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেসব সহযোগিতা দেবে তা হলো—ফিজিবিলিটি স্টাডি বা গ্রাজুয়েটদের জন্য দেশের ও দেশের বাইরে কর্মক্ষেত্রে কী চাহিদা রয়েছে তা নিরূপণ করা; আইসিটি সহযোগিতা, সফট স্কিল ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদান; যুগোপযোগী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহযোগিতা; শিক্ষার্থীদের মানসিক প্রেরণা দেওয়া ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইন করা; মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা শিল্প ও চাকরির ক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা, জানান তিনি।

Comments

The Daily Star  | English

Haunted by scars, still waiting for justice

Survivors of enforced disappearances broke down yesterday as they recalled the torture, humiliation, and threats they endured in secret detention centres.

10h ago