নতুন ঠিকানায় যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলমাদা

ছবি: অ্যাতলেতিকো মাদ্রিদ

স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার থিয়াগো আলমাদাকে দলে নেওয়ার জন্য ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাতলেতিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, 'আমাদের ক্লাব ও ব্রাজিলিয়ান ক্লাব একটি  মতৈক্যে পৌঁছেছে, যা চূড়ান্ত হবে আলমাদার মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হওয়া এবং চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে।'

২৪ বছর বয়সী এই তারকা গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেন। সেখানে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে মাঠে নেমে দুটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেন।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে চারটি গোল করেছেন আলমাদা। তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের অংশ ছিলেন। এরপর ২০২৪ সালে প্যারিস অলিম্পিকেও আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করেন।

এই অ্যাটাকিং মিডফিল্ডার উঠে এসেছেন স্বদেশি ক্লাব ভেলেজ সার্সফিল্ড থেকে। ২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার।

২০২২ সালে আলমাদা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডে পাড়ি জমান। প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে লিগের সেরা নবাগত খেলোয়াড় নির্বাচিত হন। সেবার ২৯ ম্যাচ খেলে তিনি করেন ছয়টি গোল।

ধারাবাহিক নৈপুণ্যের সুবাদে গত বছরের জুলাইয়ে বোতাফোগোতে নাম লেখান আলমাদা। তিনি দলটির জার্সিতে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলে তিনটি গোল করেন। পাশাপাশি ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস জয়ে ভূমিকা রাখেন।

গত এক বছরের মধ্যে অ্যাতলেতিকো হতে যাচ্ছে আলমাদার তৃতীয় ক্লাব। ২০২৪ সালের জানুয়ারিতে অবশ্য তাকে দলে টানার কাছাকাছি ছিল রোজিব্লাঙ্কোরা। কিন্তু তখন চুক্তি হয়নি দরে বনিবনা না হওয়ায়।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

58m ago