শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

tanzid hasan tamim

শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে মামুলি পুঁজিতে শ্রীলঙ্কাকে আটকে রাখার পর রান তাড়ায় ঝড় তুললেন তানজিদ হাসান তামিম, অধিনায়ক লিটন দাসও পেলেন কার্যকর রান। প্রথম ম্যাচ হারার পরও ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। 

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

আগে ব্যাট করে শেখ মেহেদীর তোপে লঙ্কানরা করতে পারে মাত্র ১৩২ রান। তানজিদ  হাসান তামিমের ফিফটিতে ওই রান ২১ বল আগে পেরিয়ে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। দেশের বাইরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম বাংলাদেশের অধিনায়ক হলেন লিটন।

বাংলাদেশের জয়ের সেরা পারফর্মার শেখ মেহেদী। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নেন তিনি। রান তাড়ায়  ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ।

১৩৩ রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। ক্রিজে নেমেই বাউন্ডারিতে শুরু করা অধিনায়ক লিটন এরপর নিয়ে নেন দায়িত্ব, রান আনতে থাকেন এক প্রান্তে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম কয়েক বল দেখে খেলার পর তুলেন ঝড়। একের পর এক ছক্কায় বাংলাদেশকে শক্ত জায়গায় নিয়ে যান তিনি।

এই জুটিতে ৫০ বলে ৭৪ আসার পর ২৬ বলে ৩২ করা লিটন ফেরেন কামিন্দু মেন্ডিসের বলে। এই ধাক্কা টের পেতে দেননি তানজিদ, অনায়াসে আগের মতই ছক্কা মারতে থাকেন তিনি। ২৭ বলে পুরো করেন ফিফটি। ৬১ রানে একবার জীবন পেয়েছিলেন, এরপর আর সুযোগ দেননি। অনায়াসে ম্যাচ শেষ করেন তিনি। তার সঙ্গে জুটিতে ২৫ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শেখ মেহেদীর তোপে পড়ে শ্রীলঙ্কা। একাদশে ফেরা এই অফ স্পিনার পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারানো লঙ্কানরা ৬৬ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। মাত্র ১১ রান দিয়ে যার চারটাই নেন মেহেদী।

ওপেনার পাথুম নিশানকার ৪৫ রানের পর শেষ ওভারে ঝড় তুলে দাসুন শানাকা করেন ২৫ বলে ৩৫ রান। তবু পুঁজিটা মামুলিই থেকে যায় তাদের।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

5h ago