কবরীর জন্মদিন উপলক্ষে ৩ সিনেমা প্রদর্শন

সারাহ কবরী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেত্রী সারাহ কবরীর ৭৫তম জন্মবার্ষিকী আগামী ১৯ জুলাই। 

তার জন্মদিনের আয়োজনে ১৯-২১ জুলাই কবরী অভিনীত ৩টি সিনেমা চ্যানেল আইতে প্রচারিত হবে। 

চানেল আই জানিয়েছে, আগামী ১৯ জুলাই 'মাসুদ রানা', ২০ জুলাই 'বধু বিদায়' ও ২১ জুলাই কবরী অভিনীত 'বিনিময়' চলচ্চিত্র দেখানো হবে।

মিনা থেকে কবরী হয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন শুধু অভিনয় গুণ দিয়ে। ১৯৬৪ সালে সবেমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রী থাকা অবস্থায় যুক্ত হন সিনেমায়। 

প্রখ্যাত পরিচালক সুভাষ দত্তের 'সুতরাং' চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় এসেই মিনা হয়ে ওঠেন কবরী।

কবরী অভিন্নীত অসংখ্য কালজয়ী সিনেমার মধ্যে কয়েকটি হলো—'সুতরাং', 'হীরামন', 'সুজন সখী', 'ময়নামতি', 'চোরাবালি', 'পারুলের সংসার', 'বিনিময়', 'রংবাজ', 'বধূ বিদায়', 'সারেং বউ', 'আগন্তুক', 'বাহানা' ও 'তিতাস একটি নদীর নাম'।

মত্যুর আগে 'এই তুমি সেই তুমি'র শুটিং করেছিলেন কবরী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন। বাংলা চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে' সারাহ কবরী ২০২১ সালের ১৭ এপ্রিল পাড়ি জমান অনন্তের ঠিকানায়।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

3h ago