জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে: সালাহউদ্দিন

পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

চলতি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ প্রণীত না হলে, এর জন্য ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, 'রক্তঝরা এই জুলাইতে আমার শুধু মনে পড়ছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতায় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আর কত রক্ত দিতে হবে। আমাদের শপথ হবে এই রক্তস্নাত শহীদের রক্ত স্নাতক বাংলাদেশে ফ্যাসিবাদের কোন ঠাঁই নাই।'

তিনি বলেন, 'যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম। কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্রক্ষমতায় থাকতে চায় অথবা বিভিন্ন রকমের ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়।'

'আমরা লক্ষ্য করছি যারা গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্ত সৃষ্টির বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সঙ্গে নিয়ে,' বলেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে সেটা পরাধীনতার সমান হবে। যখন আমাদের স্বাধীনতা অরক্ষিত থাকবে, এটা হবে পরাধীনতার নামান্তর। সুতরাং, যারা ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের আমরা চিহ্নিত করব।'

তিনি আরও বলেন, 'যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায় তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন সংসদ নির্বাচনের আগে হতে হবে।'

'তাদের উদ্দেশ্য খারাপ যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আপনারা পিআর পদ্ধতি বোঝেন? বাংলাদেশের মানুষ বোঝে না। আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে সংসদের এমপি হবে। জনগণ তার সাথে যোগাযোগ রাখবে। জনগণের সাথে যোগাযোগ তার থাকবে,' বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, 'যারা হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল, যেই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। একসময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এবার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।'

তিনি বলেন, 'আজকে জুলাই মাসের ১৮  তারিখ। যদি জুলাইয়ের ভেতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ও এই অন্তর্বর্তী সরকার।'

'আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন বলছি প্রত্যেকটা ঐকমত্যে আসার পেছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐকমত্য পোষণের জন্য এগিয়ে আসছে,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'জুলাই-আগস্টের ছাত্র গণঅভুত্থানের মহিমাকে মহিমান্বিত করতে হবে, মর্যাদা দিতে হবে। এই ত্যাগকে স্বীকৃতি দিতে হবে। সাংবিধানিকভাবে স্বীকৃতি দেব আমরা। এই স্বীকৃতিকে আমরা শক্তিতে পরিণত করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করে আমরা ভবিষ্যতে সকল অগণতান্ত্রিক শক্তি, সকল ফ্যাসিবাদের মোকাবিলা করব।'

Comments

The Daily Star  | English
Bangladesh economic recovery 2025

Economy shows signs of healing

If macroeconomic stabilisation has been the interim government's main success, revenue collection is its most glaring failure

9h ago