বক্তব্য চলাকালে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে দলটির আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে দুইবার পড়ে যান। এরপর মঞ্চে বসেই তিনি তার বক্তব্য দেন।
আজ শনিবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশে শুরু হয়।
স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত।
সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাবেশ শুরু হয়।
দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করছেন।
জামায়াত জানিয়েছে, আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করাসহ সাত দফা দাবি তুলে ধরা হবে।
এই সমাবেশ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
আজ সকাল থেকেও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে। এতে রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়।
Comments