যেভাবে লেখা হলো মাহতিম সাকিবের নতুন গান

সময়ের দর্শকপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিবের কণ্ঠে প্রকাশিত হয়েছে 'সুইসাইড নোট' শিরোনামের একটি গান। এই গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, 'এই গানে একটা গল্প পাবেন শ্রোতারা।'
গানটির গীতিকার এন আই বুলবুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন হতাশাগ্রস্ত প্রেমিকের গল্প লিখেছি এই গানে। আমি দেখেছি অনেক প্রেমিক আছে যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষটার মন ছুঁতে পারেনি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে যায়।'
Comments