ভালোবাসা দিবসে মাহতিম সাকিবের গান

ভালোবাসা দিবসে আসছে মাহতিম সাকিবের নতুন গান ‘রঙিন কাঁচের দরজা’।
ভালোবাসা দিবসে মাহতিম সাকিবের গান
মাহতিম সাকিব। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে আসছে মাহতিম সাকিবের নতুন গান 'রঙিন কাঁচের দরজা'। গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু এবং  সংগীতায়োজন করেছেন অপু রায়হান।

মাহতিম সাকিব বলেন, 'একটি রোমান্টিক গান করেছি। গানটি ভালোবাসা দিবসের দিন আসছে। গানের কথা ও সুর আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। আশাকরি শ্রোতাদের কাছে ভালো লাগবে।'

গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান তাঞ্জ ও আদিবা। মিউজিক ভিডিওতে দেখা যাবে একটি ছেলের প্রথম দেখায় একটি মেয়েকে ভালোলাগা এবং তাদের কাছে আসার গল্প।

নতুন গানটি ছাড়া কয়েকদিন আগে অবন্তি সিঁথির সঙ্গে মাহতিম সাকিবের 'পাখি পাখি মন' শিরোনামে একটি ওয়েব সিনেমার গান প্রকাশিত হয়েছে।

Comments