সব দাবি মেনে নিয়েছি বললেন আসিফ নজরুল, বিক্ষোভ চলছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: স্টার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সব দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার মাইলস্টোন কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে তিনি একথা জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় কলেজ ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এই সময় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, 'আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব।'

তিনি বলেন, 'কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি।'

আসিফ নজরুল আরও বলেন, 'কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি এবং এ ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।'

আসিফ নজরুলের বক্তব্যের পরে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন ৫ এ ঢুকে যান উপদেষ্টারা।

দুপুর পৌনে ২টা নাগাদ ভবনের বাইরে বিপুল সংখক পুলিশ মোতায়েন দেখা যায়। শিক্ষার্থীদের জড়ো হয়ে 'ভুয়া ভুয়া', 'আমাদের দাবি মানতে হবে', এমন স্লোগান দেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারপরই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। দুপুর আড়াইটাতেও কলেজ ক্যাম্পাস তারা অবস্থান করছিলেন।

Comments

The Daily Star  | English

'Interim govt ready to hand over power to elected representatives'

Chief Adviser Yunus says while addressing a views-exchange meeting with Bangladeshi expats in Kuala Lumpur

2h ago