ঐকমত্য কমিশনের সংলাপ

শিক্ষার্থীদের পেটানোর প্রতিবাদে সিপিবিসহ ৩ দলের প্রতীকী ওয়াকআউট

সংলাপের দ্বিতীয় পর্বের ১৮তম দিন আজ বুধবার সকালে শুরু হয়। ছবি: ইউএনবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের পর বিক্ষোভরত শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে আইন প্রয়োগকারী সংস্থার মারধরের প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের আজকের অধিবেশন থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছে তিনটি রাজনৈতিক দল।

দল তিনটি হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ জাসদ।

সংলাপের দ্বিতীয় পর্বের ১৮তম দিন আজ বুধবার সকাল ১১টার দিকে শুরু হয়।

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সভায় বক্তব্য রাখেন। বলেন, 'মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এর প্রতিবাদকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপর হামলা করা হয়েছে। অতীতে আমরা কর্তৃত্ববাদী শাসনামলে এই ধরনের কর্মকাণ্ড দেখেছি। এখন আমরা যা দেখছি তা অপরিচিত নয় - আমরা জানি যারা একসময় স্বৈরশাসকের অধীনে কাজ করেছিল তারা সংকট এবং ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করবে।'

একজন উপদেষ্টার করা মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রিন্স বলেন, 'আমি একজন উপদেষ্টাকে দাবি করতে দেখেছি যে গতকালের ঘটনাটি কর্তৃত্ববাদের অবশিষ্টাংশ দ্বারা পরিকল্পিত। শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী নেতারা যখন সমস্যায় পড়তেন তখন একই বর্ণনার আশ্রয় নিতেন - হুমকির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতেন। আমরা এর পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।'

চলমান সংলাপের গুরুত্বের উপর জোর দিয়ে প্রিন্স আরও বলেন, 'তবে, যা ঘটেছে তা বিবেচনা করে, আমাদের পক্ষে আমাদের প্রতিবাদ না জানিয়ে কক্ষে থাকা সম্ভব নয়। অতএব, আমরা ১০ মিনিটের জন্য বেরিয়ে যাব।'

জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ওয়াকআউটের প্রতি সমর্থন জানান।

অধ্যাপক আলী রিয়াজ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'আমরা তাদের প্রতীকী প্রতিবাদকে একটি গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক ও রাজনৈতিক দায়িত্বের প্রকাশ হিসেবে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি তাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরা হয়েছে এবং সরকার তা বিবেচনা করবে। আমরা তাদের বক্তব্য রেকর্ড করছি।'

অধ্যাপক আলী রিয়াজ জানান সকাল ১১:২৫ মিনিটে তিনটি প্রতিনিধিদল সংলাপে ফিরে আসে।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

8h ago