স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

Begum Khaleda Zia
খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১টা ১৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

শায়রুল বলেন, 'আমরা আশা করছি, জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরে আসবেন।'

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি চেকআপের জন্য গেছেন।

রাত ২টা ৪৮ মিনিটে শায়রুল জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় পৌঁছেছেন। তবে ডা. এ জেড এম জাহিদ হোসেন তাৎক্ষণিকভাবে 

সাংবাদিকদের কিছু জানাননি।

গত ১৯ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।

লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়িতে থেকে উন্নত চিকিৎসা নিয়ে গত ৬ মে খালেদা জিয়া দেশে ফেরেন।

তখন থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। এই বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

বাসায় থেকেই তিনি ব্যক্তিগত চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

22m ago