হেরেও বৃষ্টিভেজা উল্লাসে টাইগাররা

বৃষ্টিতে ভিজে গিয়েছিল মাঠ, ভিজেছিল জামা-কাপড়ও। কিন্তু তাতে কি? মিরপুরে সিরিজ জয়ের আনন্দ ছিল এতটাই গভীর যে, ৭৪ রানের হারও বাধা হতে পারেনি টাইগারদের উল্লাসে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়ার পর বৃহস্পতিবার শেষ ম্যাচের পর বৃষ্টির মাঝেই হাসিমুখে উদযাপন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগের দুটি জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগে থেকেই। তাই ভেজা মাঠে দাঁড়িয়ে, বৃষ্টির ফোঁটার মতোই ঝরে পড়া হতাশার মাঝে উঁকি দিচ্ছিল এক চিলতে তৃপ্তির হাসি—জয়ের হাসি।

ছবি: ফিরোজ আহমেদ।

 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

37m ago