এবার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক

টস ভাগ্য একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। আবারও টস হারলেন তিনি। আরব আমিরাতে টানা তিন ম্যাচে টস হারার পর পাকিস্তানের তিন ম্যাচেও হারলেন তিনি। তবে টস হারলেও এদিন আগে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আগা। বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের। আগের দুই ম্যাচে আগে ব্যাটিং করে বড় জয় পেয়েছিল স্বাগতিকরা।

আগের ম্যাচে পেসার শরিফুল ইসলাম চোট পাওয়ায় এই ম্যাচে খেলছেন না তা আগেই জানা গিয়েছিল। তাতে একটি পরিবর্তন ছিল নিশ্চিত। এদিন তার জায়গায় জায়গা পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। এর আগে ১৬টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেললেও এই প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ মিলল তার।

অন্যদিকে একটি পরিবর্তন এসেছে পাকিস্তান দলেও। সিরিজ জিতে নেওয়া দলটি বিশ্রাম দিয়েছে হারিস রউফকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি।

আগের দুই ম্যাচ হেরে এরমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই ম্যাচ কেবল তাদের জন্য মান রক্ষার। অন্যদিকে পাকিস্তানের জন্য টাইগারদের হোয়াইটওয়াশ করার মিশন। সবশেষ পাকিস্তান সফরে তাদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

14h ago