বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

বার্ন ইনস্টিটিউট
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম জারিফ ফারহান (১৩)। সে স্কুলের সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিল।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় জারিফ মৃত্যুবরণ করে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সংকটজনক অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ডা. শাওন বলেন, 'এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৯ জন। যাদের মধ্যে চারজন এখনো আইসিইউতে সংকটজনক অবস্থায় আছে।'

মৃত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায়। পরিবার নিয়ে উত্তরায় থাকেন। তার দুই ছেলেমেয়ের মধ্যে জারিফ ছিল ছোট। 

Comments