তথ্য কমিশন গঠনে চূড়ান্ত উদ্যোগ, শিগগিরই প্রজ্ঞাপন

অবশেষে গঠিত হতে যাচ্ছে তথ্য কমিশন। আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনারের সমন্বয়ে এই কমিশন গঠন করা হবে। আইন অনুযায়ী, দুজন তথ্য কমিশনারের মধ্যে অন্তত একজন নারী সদস্য থাকবেন।
Comments