ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯

ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় একজন পুরুষ ও দুজন নারী ডেঙ্গুতে মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন ঢাকা মহানগর এলাকার এবং একজন রাজশাহী বিভাগের। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৬ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৬ জন ঢাকা মহানগর এলাকার বাকিরা ঢাকার বাইরের।

Comments