‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট-গিটারিস্ট রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসীমের ছেলে এবং 'ওন্ড' ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট এ কে রাতুল মারা গেছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন রাতুল।
সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার মত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন একাধিক ব্যান্ডশিল্পী।
রাতুল ও তার ব্যান্ড 'ওন্ড' বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করেছিল। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম 'ওয়ান' এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম 'টু' মুক্তির পর ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এ কে রাতুল শুধু গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতে প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।
Comments