ওভাল টেস্টে বুমরাহর খেলার সম্ভাবনার কথা জানালেন গিল

Jasprit Bumrah

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টকে সামনে রেখে ভারতের একাদশ এখনও চূড়ান্ত হয়নি। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জয়ের মাধ্যমে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-২ ব্যবধানে সমতা আনতে চায় দলটি। তবে মাঠের লড়াই শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন— জাসপ্রিত বুমরাহ কি খেলবেন?

আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে ওভাল টেস্ট। এর আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক শুবমান গিল বলেছেন, বুমরাহর খেলার সম্ভাবনা রয়েছে, 'বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল সকালে। উইকেট অনেক সবুজ (ঘাসে ঢাকা)। দেখা যাক কী ঘটে।'

সিরিজ শুরুর আগে ধারণা করা হচ্ছিল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পাঁচ টেস্টের মধ্যে কেবল তিনটিতে খেলবেন বুমরাহ। ইতোমধ্যে তিনি তিনটি ম্যাচে অংশ নিয়েছেন। তাই ওভালে এই ডানহাতি তারকা পেসার খেলতে নামবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বুমরাহ শেষমেশ না খেলতে পারলে টেস্ট অভিষেক হতে পারে বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের। এই বিষয়ে গিল বলেছেন, 'আর্শদীপকে তৈরি থাকতে বলা হয়েছে। কিন্তু আজ সন্ধ্যায় উইকেট দেখার পরই আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব।'

আগেভাগে একাদশ জানিয়ে দেওয়া ইংল্যান্ড চারটি পরিবর্তন এনেছে। অধিনায়ক বেন স্টোকস ছিটকে গেছেন কাঁধের চোটের কারণে। বাদ পড়েছেন লিয়াম ডসন, বিশ্রাম দেওয়া হয়েছে জোফ্রা আর্চার ও ব্রাইডন কার্সকে। একাদশে ঢুকেছেন জ্যাকব বেথেল, জশ টাং, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন। অর্থাৎ বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই মাঠে নামবে স্বাগতিক দল।

নিজেদের স্পিন আক্রমণ নিয়ে ভারতের দলনেতা বলেছেন, 'আমাদের দলে রয়েছে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর, যারা ব্যাট ও বল— দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছে। সেদিক থেকে আমাদের জন্য এটা (দুজনকেই একাদশে রাখা) পরিষ্কার সিদ্ধান্ত।'

মাত্র সাত সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হচ্ছে দুই দলকে। আগের চারটি ম্যাচের প্রতিটি গড়িয়েছে পাঁচ দিনে। ফলে প্রচুর ধকল যাচ্ছে খেলোয়াড়দের ওপর দিয়ে। সেকারণে অনেকে চোট পড়ছেন, অনেককে আবার বিশ্রামে যেতে হচ্ছে।

তবে গিল মনে করছেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন তারা, 'সিরিজের ফল ২-২ হলে অনেক তাৎপর্যপূর্ণ হবে। (প্রতিটি ম্যাচের) প্রথম চার দিনে বোঝা কঠিন ছিল যে কে জিততে যাচ্ছে। এই সিরিজটি আমাদের জন্য শেখার দারুণ সুযোগ এনে দিয়েছে।'

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago