বুমরাহকে ম্যানচেস্টারে খেলানোর ভাবনা ভারতের

সফরের আগেই ঠিক ছিলো ইংল্যান্ডে পাঁচ টেস্ট সিরিজে জাসপ্রিত বুমরাহ খেলবেন তিন ম্যাচ। প্রথম টেস্টের পর বিশ্রাম নিয়ে আবার তৃতীয় টেস্ট খেলায় ধরে নেওয়া হচ্ছিলো আর শেষ টেস্টে দেখা যাবে র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারকে। তবে সিরিজে পিছিয়ে যাওয়া মরিয়া ভারত ম্যানচেস্টারে বুমরাহকে খেলানোর কথা ভাবছে।
এই বছর মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর থেকেই বুমরাহর কাজের চাপ সাবধানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও তা নিয়ে আছে বেশ বিতর্ক।
লর্ডসে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে যাওয়া সফরকারীরা ম্যানচেস্টারেও হেরে গেলে ৩-১ ব্যবধানে সিরিজ খুইয়ে ফেলবে। এটি ঠেকাতে ভারত বুমরাহকে পরবর্তী ম্যাচে খেলানোর কথা ভাবছে। ওভালে শেষ টেস্টের জন্য তাকে বরাদ্দ না রেখে আগেভাগে খেলানোর চিন্তা তাদের বলে জানান সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে, 'আমরা জানি শেষ দুটি টেস্টের একটিতে আমরা তাকে পাবো।'
'এটা স্পষ্ট যে সিরিজ এখন ম্যানচেস্টারে ঝুঁকির মুখে, তাই তাকে খেলানোর দিকেই পাল্লা ভারী।'
খেলানোর এক রকম সিদ্ধান্ত নিয়ে নিলেও আরও কিছু ব্যাপার মাথায় রাখতে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে, 'তবে, আমাদের সব বিষয় দেখতে হবে: সেখানে আমরা কত দিন ক্রিকেট পাবো, সেই ম্যাচ জেতার জন্য আমাদের সেরা সুযোগ কী এবং তারপর ওভালের সঙ্গে সেটা কীভাবে মানানসই হয়।'
সম্ভবত তার সময়ের সেরা অল-ফরম্যাট বোলার বুমরাহ এই ইংল্যান্ড সফরে খেলা দুটি টেস্টেই পাঁচ উইকেট শিকার করেছেন, যদিও ভারত লিডস এবং লর্ডসে উভয় ম্যাচেই হেরেছে।
এদিকে, লর্ডসে আঙুলে আঘাত পাওয়া ভারতীয় উইকেটরক্ষক রিশভ পান বৃহস্পতিবার অনুশীলনে ব্যাটিং করেননি।
টেন ডেসকাটে আত্মবিশ্বাসী ম্যানচেস্টারে ব্যাট হাতে উইকেটের সামনে এবং গ্লাভস হাতে উইকেটের পেছনে তার স্বাভাবিক ভূমিকা পালন করবেন, 'দেখুন, আমি মনে করি না আপনি রিশভকে কোনো অবস্থাতেই টেস্টের বাইরে রাখতে পারবেন।'
'সে তৃতীয় টেস্টে বেশ ব্যথা নিয়েও ব্যাট করেছিল এবং তার আঙুলের অবস্থা এখন অনেক স্বাভাবিক হয়ে যাবে।'
Comments