ব্র্যাডম্যান, গাভাস্কারের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হাতছানি গিলের সামনে

ছবি: এএফপি

চলতি টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজের প্রথম দুই টেস্ট যেভাবে শুবমান গিল খেলেছিলেন তাতে মনে হয়েছে এক সিরিজে এক হাজার করেও বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারেন তিনি। তৃতীয় টেস্ট রান খরায় কাটায় সেই পথে ভাটা পড়ে যায়। তবে চতুর্থ টেস্টে আবার সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনিল গাভাস্কারের মতন কিংবদন্তিদের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হাতছানি তরুণ ভারতীয় অধিনায়কের সামনে।

প্রথম দুই টেস্টে এক ডাবল সেঞ্চুরি ও দুই সেঞ্চুরিতে ৫৮৫ রান করেন গিল। তৃতীয় টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৬ ও ১৬ রান। চতুর্থ টেস্টে ম্যাচ বাঁচাতে আবার করেন সেঞ্চুরি। চার টেস্টের ৮ ইনিংস শেষে তার রান তাই ৭২২। পঞ্চম টেস্টে তার সামনে একাধিক রেকর্ড ভেঙে ফেলার হাতছানি।

যেসব রেকর্ড ভাঙতে পারেন গিল

  • আর ১১ রান করলেই ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়বেন গিল, ছাড়িয়ে যাবেন গাভাস্কারকে। ১৯৭৮-৮৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। ওভালে চরম ব্যর্থ না এই রেকর্ডটা ভাঙা গিলের জন্য একদম সময়ের ব্যাপার মাত্র।
     
  • গাভাস্কারের আরেকটি রেকর্ড ভাঙাও গিলের একদম নাগালে। ৫৪ বছর আগে সেই ১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। যা এক সিরিজে কোন ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান। ৫৩ রান করলেই গিল এই রেকর্ড ঠেলে দেবেন দুইয়ে, যদিও তিনি ইনিংস খেলছেন বেশি।
     
  • অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটেই এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়াও গিলের পক্ষে এখন বেশ বাস্তব সম্ভাবনা। সেজন্য ওভালে দুই ইনিংসে তাকে আর করতে হবে ৮৯ রান। তাহলে ব্র্যাডম্যানের আরেকটি রেকর্ড পড়ে যাবে পেছনে। ১৯৩৬-৩৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক ব্র্যাডম্যান করেছিলেন ৮১০ রান।
     
  • গিল যদি ওভালে সেঞ্চুরি করতে পারেন তাহলে উপরের তিনটি রেকর্ড তো ভাঙবেনই সেই  সঙ্গে আরেকটি অনন্য রেকর্ডও গড়তে পারবেন। অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটার বেশি সেঞ্চুরি নেই কারো। চারটা করে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান ও গাভাস্কারের পাশে বসেছেন গিল। এই দুজনকে দুইয়ে ঠেলে এককভাবে শীর্ষে উঠার সুযোগ গিলের। 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago